ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধানসভার ভোট প্রচারণায় গাধা!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

কলকাতা: ভারতের উত্তরপ্রদেশে রাজ্যের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার বিধানসভার ভোট প্রচারণায় হাফ ডজন গাধা ব্যবহার করলেন এক নির্দল প্রার্থী।

এলাহাবাদের উত্তর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী কৌশল আনন্দ মিশ্র ছ’টি গাধা নিয়ে ভোট প্রচারে বেরোন।

তার দাবি, গাধাগুলি দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের প্রতীক। আর এই কায়দায় আগামী কয়েক দিন ভোটের প্রচার চালাবেন আন্না হাজারের সমর্থক কৌশল আনন্দ।

ইতিমধ্যেই অভিনব এই ভোট প্রচারে স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক সারা ফেলে দিয়েছে।   কৌতুহলী মানুষজনের ভিড় জমে যাচ্ছে।

তবে ব্যালট বক্সে এর প্রভাব কতটা পড়বে সেটা দেখার জন্য ভোট পর্যন্ত অপেক্ষা করে থাকতেই হবে কৌশল আনন্দকে।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।