ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কলকাতায় ব্যাপক নিরাপত্তা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

কলকাতা : সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এবারও কলকাতার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিচ্ছে কলকাতা পুলিশ।
 
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস।

তাই বুধবার থেকেই চালু হয়েছে ১০টি ওয়াচ টাওয়ার।

এছাড়াও ১৪টি অ্যাম্বুলেন্স, ২২টি মেট্রোরেল স্টেশনসহ কলকাতার দর্শনীয় জায়গাগুলোতে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
 
তিনি আরো জানিয়েছেন, ওইদিন রেড রোডে কুচকাওয়াজ শুরু হবে সকাল ৯টা ৪০ মিনিটে। অতিরিক্ত প্রায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হবে কলকাতার নানা অঞ্চলে। থাকবে ৪৪টি আর এফএস এবং ৩টি কিউআরটি। চারটি জায়গায় থাকবে বুলেটপ্রুফ মোর্চা।

এককথায় চারদিক থেকেই পুলিশের আঁটসাঁট বেষ্টনিতে কলকাতাকে ঘিরে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় :১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।