কলকাতা: ১৪২৭ বাংলা বর্ষকে বিদায় জানিয়ে ১৪২৮ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে কলকাতা। পশ্চিমবাংলার দিনপঞ্জি অনুযায়ী বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ।
বর্ণ-ধর্ম নির্বিশেষে সব ভাষাভাষীর মানুষ সম্প্রীতি বজায় রেখে রাজপথে বের করেছিল মঙ্গল শোভাযাত্রা। তবে, অন্যান্য বছরের মতো এবারের শোভাযাত্রায় সেই ধরনের আড়ম্বর ছিলো না। সীমিত আকারেই দিনটি উদযাপন করা হয়েছে।
দক্ষিণ কলকাতার বাঘাযতীনের মঙ্গল শোভাযাত্রায় ছিলো রংবেরঙের মুখোশ, ফুল, পেঁচা ইত্যাদি। শোভাযাত্রা উপলক্ষে রাজপথে দেওয়া হয়েছিলো আলপনা।

ভোটের বাংলায় বাড়ছে করোনা। আর তাই এবছরও পহেলা বৈশাখ উদযাপনে বাঙালির তেমন মন নেই। ফলে দুই-একটি সংগঠন ছাড়া দিনটি উপলক্ষে বাঙালির তেমন কোনো মাতামাতি নেই রাজপথে। এবছরটাও বঙ্গবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমেই সেরে ফেলছে শুভ নববর্ষ…।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
ভিএস/এএটি