কলকাতা: মাওবাদী শীর্ষনেতা কিষেণজির নিহত হওয়ার পর মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে জঙ্গলমহলে ফের বড় সাফল্য পেল যৌথবাহিনী।
যৌথবাহিনীর সূত্রের খবর, রোববার জঙ্গলমহলের বেলপাহাড়ির জঙ্গলে মাওবাদী শীর্ষনেতা অর্জুন কয়েকজনকে নিয়ে জড়ো হয়েছে বলে যৌথবাহিনীর কাছে খবর আসে।
তার লাশের পাশ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে বলে যৌথবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। চলছে এখনও তল্লাশি। তবে অর্জুন এদিন নিহত হলেও তার সঙ্গী-সাথীরা পালিয়ে গিয়েছে।
যৌথবাহিনীর পক্ষ থেকে কোন হতাহতের খবর নেই বলে জানানো হয়েছে।
উল্লেক্য, যুধিষ্ঠির ওরফে অর্জুনকে ধরার জন্য প্রথম থেকেই চেষ্টা করে আসছিল যৌথবাহিনী। কিষেণজির নিহত হওয়ার পর যৌথবাহিনীর উপর আঘাত হানার জন্য বেলপাহাড়ি এলাকার দায়িত্ব দেওয়া হয় অর্জুনের হাতে। যেহেতু বেলপাহাড়ি জঙ্গল ঘন, তাই অর্জুনকে বাগে পেতে প্রথম থেকেই বেগ পেতে হয়েছে যৌথবাহিনীকে। তাই অর্জুনের নিহত হওয়া বড়সড় সাফল্য বলেই যৌথবাহিনীর তরফে দাবি করা হয়েছে।
ভারতীয় সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১২