ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভেঙে ফেলা শহীদ মিনার প্রাঙ্গণে কংগ্রেসের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ৭, ২০২১
ভেঙে ফেলা শহীদ মিনার প্রাঙ্গণে কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শহীদ মিনার সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কংগ্রেস।

বুধবার (৭ জুলাই) ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে কর্মসূচি পালন করা হয়।

 

এদিন কংগ্রেসের তরফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের ছবি হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।  

একই সঙ্গে তারা দাবি জানান, মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ ভারতীয় বীর জওয়ানদের স্মৃতিতে নির্মিত এই শহীদ মিনারটিকে পুনরায় পোস্ট অফিস চৌমুহনীতে নির্মাণ করতে হবে। ত্রিপুরার বর্তমান সরকার এই শহীদ মিনারটিকে রাজধানীর প্রাণকেন্দ্র থেকে সরিয়ে ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে। তবে তারা এই কাজে সফল হবে না বলেও মন্তব্য করেন কংগ্রেস নেত্রী লক্ষ্মী নাগ।  

এখানে যতদিন না পর্যন্ত শহীদ মিনারটি পুনঃনির্মাণ করা হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।