ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিষাক্ত মদ কাণ্ডে ক্ষতিপূরণে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১২

কলকাতা: সম্প্রতি ঘটে যাওয়া দক্ষিণ ২৪ পরগণা জেলার সংগ্রামপুরে বিষাক্ত মদ কাণ্ডে ক্ষতিপূরণ দেওয়ার ওপরে সোমবার স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এদিন, হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল বলেন, ৮ সপ্তাহ পর্যন্ত এ স্থগিতাদেশ জারি থাকবে।

সরকারের নিজের মধ্যে স্ববিরোধিতা আছে। চোলাই মদ কাণ্ডে মৃতদের পরিবারকে টাকা দিলে মদ্যপানকারীরা এতে আরও উৎসাহিত হবেন।

এ ব্যাপারে সরকারের নীতি কী, তাও তিনি জানতে চেয়েছেন।

এদিন বিচারকের ডিভিশন বেঞ্চ জানায়, চার সপ্তাহের মধ্যেই সরকারকে হলফনামা জমা দিতে হবে। ওই একই সময়ের মধ্যে রাজ্যের ডিআইজি সিআইডি জানাবেন এ ব্যাপারে তদন্তের কাজ কতটা এগিয়েছে। আর আফগারি দফতরের কমিশনার জানাবেন, তারা তদন্ত করে কোনও আধিকারককে পেয়েছেন কি-না, যিনি এর সঙ্গে জড়িত অথবা তার কী শাস্তি হয়েছে- তাও চার সপ্তাহের মধ্যে জানাতে হবে।

এ বিষয়ে দু’টি মামলা হওয়ায় বিচারপতি এ স্থগিতাদেশ জারি করেন।

প্রথমটি করেন চিত্র পান্ডা নামে এক আইনজীবী। তার মতে, চোলাই মদ তৈরি বা বিক্রি করা বেআইনি। চোলাই মদ যারা কিনে খান এবং মারা যান তাদের কেন সরকার ক্ষতিপূরণ দেবে। কিংবা সরকারি কোষাগার যা সাধারণ মানুষের কর থেকে সঞ্চিত অর্থ কেন নয়ছয় করা হবে।

 এছাড়া একটি জনস্বার্থ মামলা করা হয় এ ক্ষতিপূরণের ব্যাপারে।

উল্লেখ্য, গতবছর ১৪ই ডিসেম্বর সংগ্রামপুরে বিষাক্ত মদ পান করে ১৭৪ জনের মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিহতদের পরিবার পিছু ২ লাখ রুপি দেওয়ার কথা ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্র“য়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।