ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগারতলায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
আগারতলায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

এদিন আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে এ দিনটি উদযাপন করা হয়।

বিকেলে আগরতলার কুঞ্জবন এলাকার সহকারী হাইকমিশনের অফিসে আয়োজিত হয় জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।  

সভার শুরুতে শহীদ শেখ কামালের ওপর নির্মিত তথ্য চিত্র প্রদর্শন করা হয়।

এতে অংশ নেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন, প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব (স্থানীয়) এস এম আসাদুজ্জামান, বাংলাদেশ বিষয়ক বিশিষ্ট গবেষক ড. আশিষ কুমার বৈদ্য, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোজাহিদ রহমান, ড. মুস্তাফা কামাল প্রমুখ।

এ সময় আলোচনা সভায় উপস্থিত বক্তারা শেখ কামালের জীবনের বিভিন্ন দিক নিয়ে অলোচনা করেন।

বাংলাদেশ সময় ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।