ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা পৌরসভার প্রাথমিক স্কুলে ই-লার্নিং চালু হচ্ছে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবার সেই লক্ষ্যেই নতুন পদক্ষেপ কলকাতা পৌরসভা।

শনিবার থেকেই পৌরসভার নিয়ন্ত্রণাধীন প্রাথমিক স্কুলগুলোতে চালু করা হচ্ছে শিশুদের জন্য ই-লার্নিং ব্যবস্থা।



নতুন এই শিক্ষা পদ্ধতিতে কমপিউটারে মাধ্যামে প্রজেক্টরের সাহায্যে সামনে রাখা ওয়াইড স্ক্রিনে পড়ানো হবে শিশুদের। ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের নানা প্রয়োজনীয় ছবি ও ডায়াগ্রাম ফুটে উঠবে সামনে রাখা পর্দায়।

কলকাতা পৌরসভার মেয়র পারিষদ শশী পাঁজা বৃহস্পতিবার এই ঘোষণা দিয়ে বলেছেন, এর ফলে শিশুদের বুঝতে ও শিখতে যেমন সুবিধা হবে তেমনই তাদের পড়াশুনার প্রতি আগ্রহ অনেকটাই বাড়বে।

এদিন তিনি বলেছেন, বিশেষ এই শিক্ষা ব্যবস্থা শনিবার থেকেই চালু হতে চলেছে কলকাতা পৌরসভার পরিচালিত প্রাথমিক স্কুলগুলোতে। পৌরসভা পরিচালিত ২৬০টির মধ্যে প্রথম দফায় ১০০টি স্কুলে চালু হতে চলেছে এই ই-লার্নিং প্রোগ্রাম। এজন্য প্রথম দফায় ৮০ লাখ রুপি খরচ হবে । প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থায় থাকবে বিশেষ বই ই-টেক্সট বুক। প্রতিটি স্কুলেই থাকবে বিশেষ অডিও রুম।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।