ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ফিরলেন অপহৃত ১১ জেলে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জেলার সুন্দরবনের কেঁদো দ্বীপে ভারতীয় জলসীমায় বাংলাদেশি দস্যু গামা বাহিনীর হাতে অপহৃত ১১ জেলে শুক্রবার রাতে কাকদ্বীপে ফিরেছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এদিন বিকেলে বিজিবির জওয়ানরা মুক্তি পাওয়া ওই ১১ জেলেসহ তারামা ট্রলারটিকে নিয়ে জলপথে রওনা দেন।

সন্ধ্যায় তারা ভারতীয় জলসীমার আগে জিরো পয়েন্টে উপস্থিত হয়ে বিএসএফ ও সুন্দরবন উপকূল থানার পুলিশের কাছে জেলেসহ ট্রলারটি হস্তান্তর করেন।

রাত ১০টা নাগাদ ১১ জেলেসহ তারামা ট্রলারটি কাকদ্বীপ বন্দরে এসে পৌঁছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে প্রশাসন। দু’সপ্তাহ পর জেলে ঘরে ফেরায় রাজ্য প্রশাসন ও বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেদের পরিবার।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ওই ঘটনায় ডাকাতদের গুলিতে ৩ জন নিহত ও ৯ জন জেলে আহত হন। বাকি ১১ জন ও তারামা ট্রলারটি অপহরণ করে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের জলসীমায়।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।