ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তরবঙ্গে ৩ ট্রেনের উদ্বোধন করলেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২
উত্তরবঙ্গে ৩ ট্রেনের উদ্বোধন করলেন মমতা

কলকাতা: উত্তরবঙ্গ সফরের শেষ দিন শনিবার বাগডোগরায় ৩টি ট্রেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন নিউজলপাইগুড়ি থেকে আসামের বুলকগঞ্জ পর্যন্ত ব্রডগেজ লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচলেরও উদ্বোধন করেন তিনি।

নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস চালু করারও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতের রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর উপস্থিতি ছিলেন।

নতুন চালু করা ট্রেনগুলো হল- নিউ জলপাইগুড়ি-বালুরঘাট লোকাল, নিউ জলপাইগুড়ি-রাধিকাপুর লোকাল, নিউ জলপাইগুড়ি-বুনিয়াদপুর লোকাল।

নিউ জলপাইগুড়ি থেকে আসামের বুলকগঞ্জ পর্যন্ত ব্রডগেজ লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচলেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই লাইনে এতদিন শুধুমাত্র মালবাহী ট্রেন চলত। এর পাশাপাশি নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস চালু করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। চূড়ান্ত ছাড়পত্র মিললেই ওই ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দার্জিলিং, জলপাইগুড়িতে রেলের অব্যবহৃত জমিতে শিল্পস্থাপন করা হবে। এর ফলে বাড়বে কর্মসংস্থানের সুযোগও।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।