ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের সাবেক অধিনায়ক আজাহারকে ইসির নোটিশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

কলকাতা: উত্তরপ্রদেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও কংগ্রেস সাংসদ মহম্মদ আজহারউদ্দিনকে আইনি নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।  

তার বিরুদ্ধে অভিযোগ, ভোট প্রচারে এসে শাল বিতরণ করেছেন তিনি।

সোমবার নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আজহারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এর আগে শনিবার উত্তরপ্রদেশের শামসাবাদে ভোট প্রচারে আসেন আজহারউদ্দিন। সেই সময় এক নির্বাচনী জনসভায় তিনি শাল বিতরণ করে বিতর্কে জড়ান।

সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মহেন্দ্র কুমার মিশ্র তাকে এ নোটিশ পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।