কলকাতা: বিধানসভার বাইরে সড়কে সোমবার দাঁড়িয়েই সাংবাদিক বৈঠক করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। গত বৃহস্পতিবার বিধানসভার মধ্যে বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক অধ্যক্ষ বিমান ব্যানার্জির দেওয়া সময়সীমা পেরিয়ে যায়।
সেদিনই ওই নির্দেশের প্রতিবাদে সরব হন বিরোধীরা। সূর্যকান্ত বলেন, বিরোধীদের কণ্ঠরোধের লক্ষেই এই সিদ্ধান্ত প্রতিবাদ জানিয়ে সোমবার অধ্যক্ষকে চিঠি দেবেন। সেই মতোই এদিন সূর্যকান্ত মিশ্র চিঠি দেন অধ্যক্ষকে। নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আর্জিও জানান।
এরপর এদিন বিধানসভার সাউথ গেটের সামনে অকল্যান্ডে রোডে দাঁড়িয়েই সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা। রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করান। পাশাপাশি পাহাড়সহ নানা বিষয়েও সরকারের ভূমিকার সমালোচনায় সরব হন তিনি।
নিষেধাজ্ঞার এ ভাবে প্রকাশ্য সমালোচনায় বিরোধী দলনেতার ওপর ক্ষুব্ধ অধ্যক্ষ। তিনি বলেন, অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবে জনসমক্ষে সমালোচনা করা যায় না। এটা চূড়ান্ত অনৈতিক।
এ বিষয়ে সূর্যকান্ত মিশ্রর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিশ আনা যায় কি না তা নিয়ে শাসক শিবিরে জল্পনা শুরু হয়েছে।
বিরোধী দলনেতা এদিন বলেন, মুলতুবি থাকাকালীন বিধানসভায় সাংবাদিক বৈঠক করতে দেওয়া না হলে তারা তা রাস্তায় দাঁড়িয়েই করবেন. অধ্যক্ষের এই নির্দেশের পিছনে সরকারের অভিসন্ধি রয়েছে অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন তিনি।
বেহাল আর্থিক অবস্থার মধ্যেও সরকার উত্সব করছে বলে সিপিএম যে কটাক্ষ করেছে, তার পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন বিরোধী দলনেতা ফের বলেন, রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে. কৃষককে দেওয়া চেক বাউন্স করছে। অথচ এই বেহাল আর্থিক অবস্থার মধ্যেও বহু ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে। বিভিন্ন উত্সব হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের ভাবা উচিত।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২