ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মৎস্য উৎপাদনে শ্রেষ্ঠ ত্রিপুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
মৎস্য উৎপাদনে শ্রেষ্ঠ ত্রিপুরা ছবি: সংগৃহীত।

আগরতলা (ত্রিপুরা): এবার মৎস্য উৎপাদনে শ্রেষ্ঠ পাহাড়ি ও উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য হিসেবে পুরস্কৃত হয়েছে ত্রিপুরা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভারতের জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ত্রিপুরা মৎস্য উন্নয়ন দপ্তরের কর্মকর্তা ডি কে চাকমা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুরস্কার হিসেবে মৎস্য উন্নয়ন দপ্তরকে সম্মাননা এবং অর্থ দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে রাজ্যের এই অর্জনে উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ইতোমধ্যে ত্রিপুরা মৎস্য উন্নয়ন দপ্তরের কমকর্তা-কর্মচারী, চাষিসহ রাজ্যবাসীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিপ্লব কুমার দেব বলেন, আমি নিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা নতুন উচ্চতায় পৌঁছে যাবো। আমরা ত্রিপুরাকে মৎস্য চাষের ক্ষেত্রে আত্মনির্ভর করতে চাই। উত্তরপূর্বাঞ্চলের মৎস্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে রাজ্যকে গড়ে তুলতে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।