ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাসপাতালে রেডিওগ্রাফার নিয়োগের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
হাসপাতালে রেডিওগ্রাফার নিয়োগের দাবি ...

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার সরকারি হাসপাতালগুলোতে দ্রুত রেডিওগ্রাফার নিয়োগের দাবিতে বেকার যুবক-যুবতীদের পক্ষ থেকে শুক্রবার (৭ জানুয়ারি) পাঁচ জনের এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দেওয়ার জন্য আসেন।

কিন্তু স্বাস্থ্য দফতরের অধিকর্তা এদিন ব্যস্ত থাকায় আগামী সপ্তাহে আসতে বলেন।

তারা জানান, রাজ্যে সরকারের স্বাস্থ্য দপ্তর সর্বশেষ রেডিওগ্রাফার পদে নিয়োগ করেছিল ২০১৬ সালে। তখন মাত্র ৫০ জন নিয়োগ করা হয়েছিল। বর্তমানে রাজ্যে প্রায় ৬০০ জন বেকার যুবক-যুবতী রয়েছে। তারা একটা জরিপ করে দেখেছেন যে রাজ্য সরকার চাইলে এই মুহূর্তে হাসপাতালগুলিতে নূন্যতম ২০০ জন রেডিওগ্রাফার নিয়োগ করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।