কলকাতা: ফারাক্কা দিয়ে বাংলাদেশে বেশি পানি চলে যাওয়ার মমতার অভিযোগকে খতিয়ে দেখতে এবার ব্যারেজ পরির্দশনে আসছেন পানিসম্পদমন্ত্রী পবন বনসাল।
মুর্শিদাবাদের সাংসদ অধীর চৌধুরী এ খবর জানিয়ে সোমবার সকালে বলেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রক।
তিনি বলেন, এনিয়ে দিল্লিতে একটি বৈঠক হবে। সেখানে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, ফারাক্ক ব্যারেজ কর্তৃপক্ষ ও আমার থাকার কথা রয়েছ।
এদিকে, ফারাক্কা ব্যারেজ পরিদর্শনরত কেন্দ্রীয় পানিসম্পদ কমিশনের চেয়ারম্যান আর সি ঝা বলেছেন, ব্যারেজ থেকে যে পরিমাণ পানি ছাড়া হয়েছে আর যে পরিমাণ পানি মজুত আছে তাতে আশঙ্কার কোনও কারণ নেই।
তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ভাঙা লকগেট দিয়ে যে পরিমাণ পানি বাংলাদেশে চলে গেছে তার কোনও প্রভাবই সেচের ক্ষেত্রে বা বিদুৎ উৎপাদনে পড়বে না।
তিনি আরও বলেন, ১৬ নম্বর লকগেট মেরামতের কাজ ২ দিনের মধ্যে শেষ হবে। আর ১৩ নম্বর লকগেটটি মেরামতের কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২