কলকাতা: পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের থুমকাঠি এলাকায় তুণমূল নেতা ধনঞ্জয় মণ্ডলকে গুলি করে হত্যার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা ভারতের হিন্দুত্ববাদী সংঘঠন আরএসএস’র কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টায় বামেদের ডাকা মঙ্গলবারের হরতালের বিরুদ্ধে প্রচার সেরে বাড়ি ফেরার সময় তাকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।
তার মাথায় এবং বুকে গুলি লাগে। প্রথমে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে চিকিৎসকদের পরামর্শে তাকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোমবার আরএসএস’র ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২