ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

আগরতলা(ত্রিপুরা): ত্রিপুরায় ২০১২-১৩ অর্থবছরের জন্য সোমবার রাজ্য বিধান সভায় ৮ হাজা ১১৯ দশমিক ৪৭ কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী।

বাজেট বক্তৃতায় অর্থ মন্ত্রী বলেন, দারিদ্র দূরীকরণ এবং সমাজের সকল অংশের মানুষের কল্যাণই রাজ্য সরকারের মূল উদ্দেশ্য।

 

প্রায় দেড় ঘণ্টার বাজেট ভাষণে অর্থমন্ত্রী ছুয়ে যান জাতীয় আন্তর্জাতিক বহু বিষয়। এ বছর নিয়ে বাদল চৌধুরী ত্রিপুরার জন্য ১৫ বার বাজেট পেশ করলেন। এত দীর্ঘ বছর অর্থমন্ত্রী হিসেবে বাজেট তৈরি করার নজির এ রাজ্যে আর কারোর নেই।

সমাজের সকল অংশের মানুষের জন্য নতুন কিছু দেয়ার চেষ্টা করেছেন বাদল চৌধুরী তার এবারের বাজেটে। আগামী বছর ত্রিপুরা বিধান সভার নির্বাচন।

বিরোধী পক্ষ থেকে বলা হয়েছে, এবারের বাজেট ভোটমুখী বাজেট। ৮ হাজার ১১৯ দশমিক ৪৭ কোটি টাকার যে বাজেট পেশ করা হয়েছে এদিন তার মধ্যে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন খাত মিলিয়ে আয় ধরা হয়েছে ৭ হাজা ৯৭০ দশমিক ১৪ কোটি টাকা। ঘাটতির পরিমাণ ১৪৯ দশমিক ৩৩ কোটি টাকা।

গত অর্থ বছরের তুলনায় এবার বাজেটে অর্থ সংস্থান বেড়েছে। বলা হয়েছে চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে ১৪ শতাংশ রাজস্ব বেশি আদায় করা সম্ভব হবে। জোর দেয়া হয়েছে কৃষি, স্বাস্থ্য শিক্ষার মতো জরুরি বিষয়গুলোতে।

শিক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে ২০ দশমিক ১৮ শতাংশ টাকা। তাছাড়া রাজ্য পুলিশ এবং স্টেট রাইফেলসকেও আরও উন্নত করে তোলার কথা বলা হয়েছে বাজেটে।

পরিশেষে বাদল চৌধুরী তার বক্তৃতায় বলেন, এমন একটি বাজেট দিতে পেরে আমি খুশী।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।