ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মঙ্গলবার ভারতের ৫ রাজ্যের ভোটের ফলাফল

সিনিঢর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১২

নয়াদিল্লি: ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ হবে মঙ্গলবার। ভারতের সংসদের বাজেট পেশের  আগে এ নির্বাচনের ফলাফল নিশ্চিত ভাবেই প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে।



ভারতের হিন্দি বলয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ। এ রাজ্যটিতে ‘পরিবর্তন না প্রত্যাবর্তন’? উত্তরটা পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবার। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের একজিট পোল সমীক্ষায় এগিয়ে রয়েছে ক্ষমতাসীন মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি।

কিন্তু ‘বহেনজি’ মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হওয়ার সম্ভাবনা তৈরির ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা বেণীপ্রসাদ ভার্মা। সে ক্ষেত্রে সমীকরণটা অনেকটাই পরিবর্তন হতে পারে।

রোববার বেণীপ্রসাদ জানান, জোট গড়লে তিনি ব্যক্তিগত ভাবে পছন্দ করবেন বহুজন সমাজ পার্টিকেই (বিএসপি) । তার মতে, সমাজবাদী পার্টি মূর্খদের দল। কিন্তু বিএসপি দলিত সম্প্রদায়ের দল।

যদিও বেণীপ্রসাদের এ মন্তব্য নিয়ে কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি জানিয়েছেন, এটা তার ব্যক্তিগত মতামত। ফল ঘোষণার পর সব কিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবে হাইকম্যান্ড।

তাৎপর্যপূর্ণভাবে, সমাজবাদী পার্টি ছেড়েই কংগ্রেসে যোগ দেন বেণীপ্রসাদ ভার্মা। এবং বহুজন সমাজ পার্টি ছেড়ে কংগ্রেসে এসেছেন আলভি।

সংবাদমাধ্যমগুলোর একজিট পোল অনুযায়ী, উত্তরপ্রদেশে চতুর্থস্থানে থাকছে কংগ্রেস। এসপি, বিএসপি ও বিজেপির পরে। অন্য একটি সূত্রে খবর, বিজেপির সঙ্গে জোট গড়তে আলোচনা চালাচ্ছে বিএসপি।

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস।

একজিট পোলের হিসাবে, উত্তরাখণ্ডের ৭০টি আসনের মধ্যে গতবার বিজেপির দখলে ছিল ৩৫টি। এবার প্রায় সমসংখ্যক আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। সেক্ষেত্রে উত্তরাখণ্ডে ৩২ থেকে ৪২টি আসন পেতে পারে কংগ্রেস।

অন্যদিকে, পাঞ্জাবে বিজেপি ও শিরোমনি আকালি দলের জোট কিছুটা এগিয়ে থাকলেও সেখানে কংগ্রেসের সঙ্গে তুল্যমূল্য লড়াই হতে চলেছে। পাঞ্জাবে কংগ্রেসের ঝুলিতে পড়তে পারে ৫৮ থেকে ৬২টি আসন।

গোয়াতেও আবার ক্ষমতা ধরে রাখার সম্ভাবনা প্রবল কংগ্রেসের। অন্য একটি বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী গোয়া কংগ্রেসের হাতছাড়া হচ্ছে। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় এবার বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখছেন অনেকে।

আর উত্তর-পূর্বে রাজ্য মনিপুরেও সম্ভবত ক্ষমতা ধরে রাখতে চলেছে কংগ্রেস। তবে এখানে বেশ কয়েকটি আসনে জয়লাভ করে চমক দেখাতে পারে তৃণমূল।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।