ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ২১, ২০২২
অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা (ত্রিপুরা): ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের জন্য সরকার ‘অগ্নিপথ প্রকল্প’ ঘোষণা করেছে। কিন্তু দেশের বেশিরভাগ মানুষ এ প্রকল্পের বিরোধীতা করছে।

যত দিন যাচ্ছে এর বিরোধিতার তীব্র হচ্ছে।  

এবার দেশের প্রান্তিক রাজ্য ত্রিপুরাতেও শুরু হলো অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা।  

এই প্রকল্প বাতিলের দাবিতে মঙ্গলবার (২১ জুন) আগরতলায় বিক্ষোভ মিছিল করেছে বামফ্রন্ট সমর্থীত সংগঠন সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। এই দুই সংগঠন যৌথভাবে কর্মসূচী পালন করে।  

রাজধানী আগরতলার মেলার মাঠ এলাকার ছাত্র-যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলটি।  

এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র করসহ উভয় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা।  

উপস্থিত সবাই এই প্রকল্প প্রত্যাহারের দাবি সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে মিছিলে হাঁটেন।  

দেশের সেনাবাহিনীকে রাজনৈতিক কারণ ও সেনাবাহিনীর ঐতিহ্যকে নষ্ট করার জন্য বিজেপি সরকার এই প্রকল্প হাতে নিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন পবিত্র কর।  

তিনি বলেন, আসলে বিজেপি তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই প্রকল্প হাতে নিয়েছে। তা এক বিজেপি নেতার কথায় বেরিয়ে এসেছে। আগামী ২৪ জুন তাদের নিয়োগের কথা। সেদিন ছাত্র-যুবদের নিয়ে বিশাল মিছিল করা হবে।

এই প্রকল্প বাতিলের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠাবেন বলেও জানিয়েছেন পবিত্র কর।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন, ২০২২
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।