নয়াদিল্লি : বিধানসভার নির্বাচনে বহুজন সমাজ পার্টির ভরাডুবি ঘটেছে। ওই নির্বাচনে লড়ে হেরে যাবার পর এবার রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিলেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা বিধান পরিষদের সদস্য মায়াবতী।
উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার দু’টি আসন খালি হচ্ছে। বিধানসভার সদস্য সংখ্যা হিসাবে একটি পাওয়ার কথা উত্তরপ্রদেশ বিধানসভার প্রধান বিরোধী দল মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির।
সেই আসনের জন্যই মঙ্গলবার তিনি মনোনয়নপত্র পেশ করলেন।
বিএসপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংসদে দলের বক্তব্য তুলে ধরার জন্য মায়াবতীর মত নেত্রীর দরকার। সেই কথা মাথায় রেখেই মায়াবতীকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সময় : ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২