ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শান্তি ও সম্প্রীতির মধ্যদিয়ে কলকাতায় পালিত হচ্ছে ঈদুল আজহা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
শান্তি ও সম্প্রীতির মধ্যদিয়ে কলকাতায় পালিত হচ্ছে ঈদুল আজহা

কলকাতা: ত্যাগ এবং উৎসবের মিশেলে গোটা বিশ্বের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পালন করছেন কলকাতা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।  

দিনটি উপলক্ষে শহরে বিভিন্ন অস্থায়ী ঈদগাহে, ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য কলকাতার রেডরোড, পার্কসার্কাস অন্তর্গত বাংলাদেশ লাইব্রেরির পার্শ্ববর্তী সড়কসহ, শহরের বিভিন্ন প্রান্তের অস্থায়ী ঈদগাহগুলোয় নামাজ অনুষ্ঠিত হয়েছে।

পাশাপাশি এদিন সকালে কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদসহ শহরের প্রতিটি মসজিদে সকালে নামাজ অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা হয়। এরপর যে যার নিজের মতো করে পশু কোরবানির মধ্য দিয়ে দিনের কার্য়ক্রম শুরু করেন।

নামাজ অনুষ্ঠিত হওয়ার পর কলকাতার পার্কসার্কাস মসজিদের ইমাম বলেন, ত্যাগ এবং ধৈর্যের অপর নাম ইসলাম। তাই কোরবানি দেওয়ার সময় সংযত ও শান্তিপূর্ণভাব বজায় রাখবেন। প্রকাশ্যে কোরবানি দেবেন না। ঘেরাস্থানে বা অন্যসম্প্রদায়ের থেকে দূরত্ব বজায় রেখে কোরবানি দেবেন। মনে রাখবেন, আপনার প্রতিবেশীর মধ্যে অন্য সম্প্রদায়ে মানুষেরাও আছেন। তাদের সমস্যা করে কোরবানি দেবেন না।  

একই বার্তা দিয়ে রেডরোডের ইমান হাফিজ কূয়ারী ফজলুর রহমান, নামাজ শেষে দেশবাসীর উদ্দেশ্যে মোনাজাত করেন।

ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দিনটিতে শান্তি এবং সম্প্রীতি রাখার আহ্বান জানিয়েছেন।  

অপরদিকে, কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে।
সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গে ঈদ পালিত হচ্ছে।

বাংলাদেশ সময় ১৩১৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২২ 
ভিএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।