ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিংয়ের জিটিএ বিলে রাষ্ট্রপতির অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতির ছাড়পত্র পেল দার্জিলিংয়ের জিটিএ বিল। বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রতিভা সিং পাতিল এই বিলে স্বাক্ষর করেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে।



রাষ্ট্রপতির সই হওয়ার পর জিটিএ গঠন নিয়ে আইনি ছাড়পত্র পাওয়া গেল।

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর পাহাড়ের শান্তি ও উন্নয়নের লক্ষ্যে জিটিএ বিল পাশ করার আশ্বাস দেয়। বিধানসভায় এই বিল পাশ হওয়ার পর তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।

কিন্তু বেশ কিছুদিন ধরে এই বিলে রাষ্ট্রপতির সই না হওয়ায় তা নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ক্ষোভ প্রকাশ করে। ২৮ মার্চের মধ্যে এই বিল ছাড়পত্র না পেলে ফের আন্দোলনেরও হুমকি দেয় তারা।

এই বিলটির দ্রুত ছাড়পত্রের জন্য মুখ্যমন্ত্রী উদ্যোগী হন। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেন। এরপর এদিনই রাষ্ট্রপতির ছাড়পত্র মিলল। রাষ্ট্রপতির সাক্ষরের পর এখন তা স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারের কাছে তা পাঠিয়ে দেবে।

যদিও রাজনৈতিক মহলের ধারণা, রাষ্ট্রপতির সম্মতি মিললেও এখনই জিটিএ কার্যকর করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। জিটিএ এলাকার পূনর্গঠন সমস্যা না মিটলে জিটিএ এলাকার নির্বাচন সম্ভব নয়।

গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি মেনে তরাই-ডুয়ার্স অঞ্চল গোর্খা এলাকার মধ্যে আসলেই এই আইন পুরোপুরি কার্যকরী হওয়া সম্ভব।

এদিকে জিটিএ বিল রাষ্ট্রপতি সম্মতি পাওয়ায় গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে রাষ্ট্রপতি, কেন্দ্রিয় সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে।

রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, বর্তমান রাজ্য সরকারের আমলে পাহাড়ে শান্তি ফিরে এসেছে। এবারর জিটিএ বিলে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ায় এই অঞ্চলের শান্তি ও উন্নয়নের ধারা বজায় থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।