নয়াদিল্লি: ভারতের ৫ রাজ্যের নির্বাচন প্রক্রিয়া মিটে যাওয়ার পর এবার সরকার গড়া ও নির্বাচনী পর্যালোচনা নিয়ে ব্যস্ত রাজনৈতিক দল ও নেতা-নেত্রীরা।
উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব এর সমাজবাদী পার্টির(সপা) কাছে ভোটে পযুর্দস্ত হওয়ার পর এদিন রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন মায়াবতী।
আর রাজ্যে সরকার গড়ার জন্য এদিনই সপা’র পরিষদীয় দলের বৈঠক। রাজনৈতিক মহলের ধারণা পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর আজই রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার আবেদন জানাবেন মুলায়ম সিং যাদব।
এদিকে নির্বাচনী ফলাফল নিয়ে পর্যালোচনার জন্য বৃহস্পতিবারই বৈঠকে বসেছে কংগ্রেস। কংগ্রেসের প্রধান কার্যালয়ে সোনিয়া গান্ধী, দিগ্বিজয় সিং এই বৈঠকে উপস্থিত থাকলেও উল্লেখযোগ্য অনুপস্থিতি রাহুল গান্ধীর।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২