ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভুল প্রার্থী নির্বাচন, মূল্যবৃদ্ধি হারের কারণ: সোনিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মার্চ ৭, ২০১২

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ, গোয়া, পাঞ্জাবে কংগ্রেসের ভরাডুবির জন্য বেশ কিছু কারণকে দায়ী করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এর মধ্যে ভুল প্রার্থী বাছাই এবং মূল্যবৃদ্ধি অন্যতম কারণ হতে পারে বলে তার অভিমত।



বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে দলের পরাজয়ের পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘এই হারে ইউপিএ জোটে কোনো প্রভাব পড়বে না। আমরা জনতার রায় মেনে নিয়েছি। ভোটে আমাদের হারার জন্য বেশ কিছু কারণ রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে ভুল প্রার্থী বাছাই হয়েছে। তবে হারের এটাই প্রধান কারণ নয়। মূল্যবৃদ্ধিও অন্যতম কারণ হতে পারে। ’

তিনি আরো বলেন, ‘এছাড়া পাঞ্জাবে অকালি দলের থেকেও আমাদের বেশি ক্ষতি করেছে পিপিপি। তাদের কারণে আমাদের ২৩টি আসন হাতছাড়া হয়েছে। তেমনি উত্তরপ্রদেশে মানুষ পরিবর্তন চেয়েছিল। বিকল্প হিসাবে সমাজবাদী পার্টিকে বেছে নিয়েছে। তবে গোয়াতে সাধারণ মানুষ হয়তো আমাদের চায়নি। গোয়াতে আমরা ভাল ফলের আশা করেছিলাম। ’

সোনিয়া মনে করেন, কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত লিডারশিপের কারণেই দলকে পরাজয়ের সামনে পড়তে হয়েছে। খারাপ ফলের কারণ পর্যালোচনা করা হবে।

তবে মণিপুরে দলের ভালো ফলের কথা তিনি উল্লেখ করেন। তেমনি উত্তরাখন্ডে অন্যতম বৃহত্তম দল হিসাবে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানাবেন বলে তিনি জানান।

একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনে হার বা জেতা দুটোকেই মেনে নিতে হয়। হার বা জেতা দুটোই আমাদের কাছে শিক্ষা। এখন থেকেই গুজরাট, হিমাচল প্রদেশ ও কর্নাটকে আসন্ন ভোটের প্রস্তুতি চালানো হবে বলে জানান সোনিয়া।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।