ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ধর্মঘটের হুমকি এয়ার ইন্ডিয়া’র পাইলটদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১২

নয়াদিল্লি: বকেয়া বেতন ও ভাতার দাবিতে ফের ধর্মঘটের হুমকি দিলেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা। এয়ার ইন্ডিয়ার পাইলটদের একাংশ জানিয়েছেন, ১ এপ্রিলের মধ্যে বকেয়া বেতনসহ যাবতীয় পাওনা না মেটালে, তারা ফের কাজ বন্ধ করে দেবে।



কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অজিত সিং, শ্রমমন্ত্রী মল্লিকার্জুণ খার্গে, ডিজিসিএ-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানচালকদের সংগঠন ‘দ্য ইন্ডিয়ান পাইলটস গিল্ড’ (আইপিজি)।

চিঠিতে জানানো হয়েছে, পাইলটদের একটি বড় অংশের অভিযোগ, বেতন না পাওয়ায় তারা ব্যাপক অর্থনৈতিক চাপে রয়েছেন। মানসিক অবসাদে ভুগছেন। এর কু-প্রভাব পড়তে পারে বিমান চালানোর সময়। তাই ১ এপ্রিলের মধ্যে কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতন ও ভাতা না মেটালে, ২ এপ্রিল থেকে বিমান চালানো তাদের পক্ষে সম্ভব নয়।

এয়ার ইন্ডিয়া সূত্রের খবর, গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পাননি সংস্থার পাইলটরা।

চলতি বছরের জানুয়ারিতেই বকেয়া বেতন ও অন্যান্য ভাতার দাবিতে ২ দিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন বিমানচালকরা। মার্চের মধ্যে বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিলেন তারা। তবে বিমানচালকদের ফের ধর্মঘটের হুমকির ব্যাপারে মুখ খোলেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।