ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুম্বইতে রঙ থেকে বিষক্রিয়ায় ১ শিশুর মৃত্যু, অসুস্থ শতাধিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১২

মুম্বাই: মুম্বাইতে দোলের রঙ থেকে বিষক্রিয়ার জেরে মৃত্যু হলো ১ শিশুর। বৃহস্পতিবার এই ঘটনায় গুরুতর অসুস্থ শতাধিক শিশু ও কিশোরের চিকিৎসা চলছে শহরের বিভিন্ন হাসপাতালে।



ধারাভি, শাস্ত্রীনগর ও সিওন এলাকা থেকে এই মারণ-রঙ সংক্রমণের খবর মিলেছে। অসুস্থের সংখ্যা ১৪০ জনেরও বেশি। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোলি খেলার পরই স্থানীয় শিশু-কিশোরদের শরীরের বিভিন্ন অংশে অ্যালার্জি শুরু হতে থাকে। সারা শরীর ফুলে যায়।

অভিযোগ, একটি বিশেষ নীল রঙ থেকে এই বিষক্রিয়া ছড়ায়। বেশিরভাগে অসুস্থকে সিওন এলাকার লোকমায়া তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, কোনও দোকানে নয়, সড়কের ওপর ফুটপাথেই বিক্রি হচ্ছিল এই মারণ রঙ। ঘটনার পরই বিভিন্ন দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় রঙগুলো।

সংগৃহীত নীল রঙের নমুণা ফরেন্সিক পরীক্ষাগারে পাঠিয়েছে মুম্বই পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।