কলকাতা: হুগলি জেলার গুপ্তিপাড়ায় একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে মোটা টাকা চাঁদা চেয়েছেন তৃণমূলের সমর্থকেরা। এর জেরে জনরোষের শিকার হয়ে ব্যাপক মার খেয়ে হাসপাতালে ভর্তি হন স্থানীয় এক তৃণমূল নেতা।
তৃণমূলের দলীয় সম্মেলনের জন্য ৮৫ হাজার রুপি চাঁদা চান তৃণমূলের স্থানীয় নেতা অরুন দেবনাথসহ আরও অনেকে।
বৃহস্পতিবার রাতে চাঁদার টাকা সংগ্রহ করতে আসেন তৃণমূলের সমর্থকেরা। অধ্যক্ষ প্রদীপ চৌধুরী ১০ হাজার রুপি বিনা রশিদে দিতে রাজি হলেও ৮৫ হাজার রুপি দিতে অস্বীকার করেন। এরপর স্থানীয় মানুষ অধ্যক্ষের পাশে এসে দাঁড়ান।
অরুণ দেবনাথকে মারধর করেন স্থানীয় মানুষরা। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ অধ্যক্ষকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ চলছে। অধ্যক্ষের দাবি, অন্যায়ের প্রতিবাদ করায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২