ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধায়ক সুকুমার বর্মণ প্রয়াত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : চলে গেলেন সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য এবং বিধায়ক সুকুমার বর্মণ।

শনিবার দুপুর সাড়ে বারটা নাগাদ আগরতলার জিবি হাসপাতালে শেষ:নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ৬ মার্চ সকালে আগরতলায় বিধায়ক আবাসে তিনি হটাৎ  করে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়েছিল গিবি হাসপাতালে।

সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তখনই তার ব্রেন অপারেশন হয় আগরতলায়। চিকিৎসকরা মস্তিষ্ক থেকে জমে থাকা রক্ত বের করেন অপারেশন করে।

কিন্তু তার পরও সংজ্ঞা ফেরেনি সুকুমার বর্মণের। তিনি কোমায় চলে যান । পরবর্তী সময়ে কলকাতা থেকে দুজন বিশিষ্ট স্নায়ু রোগ বিশেষজ্ঞ এসে তাকে দেখে যান। কিন্তু তার অবস্থার কোন উন্নতি হয়নি।
 
সুকুমার বর্মণ ছিলেন সনামুড়া মহকুমার নলছড় কেন্দ্রের বিধায়ক। সেই কেন্দ্র থেকে তিনি পরপর চার বার জিতে এসেছেন। রাজ্যে তৃতীয় এবং চতুর্থ বামফ্রন্ট মন্ত্রী সভার সদস্যও ছিলেন তিনি। মন্ত্রী হিসাবে দেখভাল করেছেন মৎস্য ও সমবায় দপ্তর।

রাজ্য তপশীল জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক ছিলেন সুকুমার বর্মণ। সিপিআই (এম) রাজ্য কমিটি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে পার্টি বলেছে, কমরেড সুকুমার বর্মণ ছিলেন পিছিয়ে পড়া অংশের মানুষের নেতা।

তাদের কল্যাণে তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তার মৃত্যুতে রাজ্যের অপূরনীয় ক্ষতি হল।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।