ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আমন্ত্রণ পেয়েও উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে যাচ্ছেন না মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১২

কলকাতা: পাঞ্জাবে প্রকাশ সিংহ বাদল ও উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রোববার সরকারিভাবে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।



না যাওয়ার কারণ হিসেবে তৃণমূলের তরফে বলা হয়েছে, ওই দিন অর্থাৎ ১৫ মার্চ নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। তাই ১৫ মার্চ বাজেট অধিবেশনেই থাকতে চাইছেন মুখ্যমন্ত্রী।

যদিও অন্য একটি সূত্র জানাচ্ছে, কংগ্রেসের প্রবল আপত্তির কারণেই বিরোধী দুই রাজ্যে যাচ্ছেন না মমতা।

এদিনই দিল্লিতে কংগ্রেস মুখপাত্র মনু সিংভী পরিস্কার জানিয়ে দিয়েছেন, ‘সকলেরই জোট ধর্ম পালন করা উচিত। লক্ষ্মণ রেখা সকলের মানা উচিৎ। ’

এর আগে ঠিক ছিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী দলের তরফে প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

কিন্তু হঠাৎ করেই এদিন সকাল থেকে চিত্রটা বদলে যেতে থাকে। মমতার চন্ডিগড় ও লখনউয়ে যাওয়া নিয়ে শনিবার থেকে রাজনৈতিক মহলে জোর জল্পনার সৃষ্টি হয়। বিশেষ করে কংগ্রেস বিষয়টি ভাল চোখে দেখছিল না।

যদিও শনিবারই তৃণমূলের তরফ থেকে মমতার যাওয়া নিয়ে সংশয় রাখেনি। এমনকি নেত্রীর যাওয়া নিয়ে যাতে রাজনৈতিক মতভেদ তৈরি না হয় তার জন্য আগাম বিবৃতিও দিয়ে ছিলেন খোদ মমতা।

মমতার নিজের কথায়, ‘আমি বাদলের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে। এর সঙ্গে বিজেপি বা এনডিএ’র কোনো সম্পর্ক নেই। আর অখিলেশের বয়স কম। ওর সঙ্গে আমার দীর্ঘ দিনের সম্পর্ক’।

এর আগে শনিবারই কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে দফায় দফায় ফোন আসতে থাকে পাঞ্জাব ও উত্তরপ্রদেশ থেকে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল ১৪ তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতাকে হাজির থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এমনকি পাঞ্জাব সরকার মমতার জন্য বিশেষ বিমানের আয়োজন করেছে।

অন্যদিকে লখনউয়ের তখতে বসার সাক্ষী হিসাবে মমতাকে চাইছেন উত্তরপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ১৫ তারিখে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য ‘দিদি’কে আমন্ত্রণ জানিয়েছেন।

পরে দলের তরফ থেকে জানানো হয়েছে, দলের তরফে চণ্ডীগড়ে প্রকাশ সিং বাদলের শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন সাংসদ কে ডি সিং এবং রাজ্যের পর্যটনমন্ত্রী রচপাল সিং। লখনউতে অখিলেশ যাদবের শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুলতান আহমেদ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।