নয়াদিল্লি: হোয়াইট হাউসে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে ২ অনাবাসী ভারতীয়কে। এদের মধ্যে একজন বাঙালি নারী।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেন, তার প্রশাসনের উচ্চপদে নিয়োগ করা হয়েছে পলা গঙ্গোপাধ্যায় ও সনি রামস্বামীকে।
মার্কিন ন্যাশনাল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস বোর্ড’র সদস্য পদে নিয়োগ করা হয়েছে পলা গঙ্গোপাধ্যায়কে। এবং মার্কিন সরকারের খাদ্য ও কৃষি দফতর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার’র (এনআইএফএ) ডিরেক্টর পদে রামস্বামীকে নিয়োগ করা হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে।
এক বিবৃতিতে ওবামা বলেন, ‘ওই ২ ব্যক্তিই যথেষ্ট অভিজ্ঞ ও প্রতিভাবান এবং এ প্রশাসনে তাদেরকে নিয়োগ করতে পেরে আমি গর্বিত। আগামী মাস ও বছরগুলোয় আমরা একসঙ্গে কাজ করব। ’
হেনরি ফোর্ড ইনস্টিটিউশন’র চিফ লার্নিং অফিসার পদে বর্তমানে রয়েছেন পলা গঙ্গোপাধ্যায়। এ ছাড়াও শিক্ষাক্ষেত্রে একাধিক উচ্চপদস্থ পদে কাজ করেছেন তিনি। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্লাইমাউথ কমিউনিটি আর্টস কাউন্সিল’র একজিকিউটিভ ডিরেক্টর পদে ছিলেন পলা।
অপরদিকে অর্গান স্টেট ইউনিভার্সিটি’র কলেজ অফ অ্যাগ্রিকালচারাল সায়েন্স’র ডিন ছিলেন সনি রামস্বামী। এছাড়াও অর্গান অ্যাগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট স্টেশন’র ডিরেক্টর পদে ছিলেন রামস্বামী।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১২