ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রত্যাশার চেয়ে পাওনা বেশি: বিদ্যা বালান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ১২, ২০১২
প্রত্যাশার চেয়ে পাওনা বেশি: বিদ্যা বালান

মুম্বাই: দ্য ডার্টি পিকচার ছবি দিয়ে শুধুমাত্র রূপালি পর্দায় ঝড় তোলেননি এই শতকের ‘স্মিতা’ বিদ্যা বালন। ‘সিল্ক স্মিতা’ চরিত্রে তার অনবদ্য অভিনয়ের জন্য হাতে তুলে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান।

আর তাছাড়া বছরের শুরু থেকেই বাজিমাত করে সেরা অভিনেত্রীর বহু পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি।

সুজয় ঘোষ পরিচালিত তার নতুন ছবি ‘কাহিনি’ মুক্তির শুরুতেই জয় করছে দর্শকের মন। কলকাতায় এক অন্তঃসত্ত্বা নারীর তার স্বামীকে খোঁজার ‘কাহিনি’।

সুজয় ঘোষ জানিয়েছেন, ‘কাহিনি আমার নয়, বিদ্যার ছবি। ছবির নায়কও বিদ্যাই। ’

বিদ্যা জানিয়েছেন, ‘আমি খুবই খুশি এই মুহূর্তে। আসলে আমার এই অনুভূতিটা প্রকাশ করার মত ভাষা খুঁজে পাচ্ছি না আমি। ’

তিনি আরো জানান, ‘জীবনে একটা জাতীয় পুরস্কার আশা করেছিলাম। মাত্র সাত বছর হল বলিউডে পা রেখেছি। ইতিমধ্যেই আমি একটা জাতীয় পুরস্কার জিতে নিয়েছি। আমি খুবই সন্তুষ্ট। ’

২০০৫ সালে ছবি ‘পরিণীতা’ ছবি দিয়ে টিনসেল টাউনে পা রেখেছিলেন বিদ্যা। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার জোরে ‘ফিল্ম ফেয়ার’ এর মঞ্চে জিতে নিয়েছিলেন সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার।

কিন্তু ২০১১ সাল ছিল বিদ্যার জন্য স্মরণীয়। ‘নো ওয়ান কিল্ড জেসিকা’ ও ‘দ্যা ডার্টি পিকচার’-এ তার অসাধারণ অভিনয় বলিউডে যোগ করেছে নতুন মাত্রা। একই সঙ্গে অভিনয়কে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ‘টিনসেল টাউন;’-এর অভিনেত্রীদের দিকে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।