নয়াদিল্লি: ভারতে তৃতীয় ফ্রন্টের জল্পনাকে উসকে দিয়ে মঙ্গলবার উত্তরপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব দিল্লিতে সিপিএমএ’র সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের সঙ্গে বৈঠক করলেন। অখিলেশের সঙ্গে ছিলেন তার বাবা সমাজবাদী পার্টি’র প্রধান মুলায়ম সিং যাদব।
পৌনে এগারটা নাগাদ পিতা-পুত্র দিল্লির এ কে জি ভবনে প্রকাশ কারাতের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম’র পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত। প্রায় আধ ঘণ্টা বৈঠক স্থায়ী হয়।
বৈঠক শেষে প্রকাশ কারাত সাংবাদিকদের বলেন, ‘সৌজন্যমূলক সাক্ষাৎকার। অখিলেশের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি যাচ্ছি। ’
এদিকে প্রকাশ কারাতের সঙ্গে অখিলেশের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তৃতীয় ফ্রন্ট নিয়ে ফের জল্পনা দেখা দিয়েছে।
সোমবারই অখিলেশ জানিয়েছিলেন, তৃতীয় ফ্রন্ট ভালো ভাবনা। তেমনি প্রকাশ কারাতও তৃতীয় ফ্রন্টের পক্ষে।
তাই রাজনৈতিক মহল মনে করছে, আমন্ত্রণের অজুহাতে তৃতীয় ফ্রন্ট নিয়েই দু’পক্ষের আলোচনা হয়েছে। সেই সঙ্গে বাজেট অধিবেশনে ইউপিএ সরকারকে চাপে ফেলতেই আঞ্চলিক দলগুলোকে পাশে নিয়ে এগোতে চাইছে সিপিএম।
যদিও তৃতীয় ফ্রন্ট নিয়ে গত রোববার মুলায়ম সিং যাদব এই খবরকে ‘গুজব’ বলেই উড়িয়ে দিয়েছিলেন।
তেমনি তৃতীয় ফ্রন্টের অন্যতম সঙ্গী হিসাবে যাকে ভাবা হচ্ছে সেই বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতিশ কুমারও তৃতীয় ফ্রন্টের তথ্য খারিজ করে দিয়েছেন। একই ভাবে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবও এ মতের বিপক্ষে।
এদিকে অন্য একটি সূত্রে শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করতে আসতে পারেন অখিলেশ। তবে সেটা আগামী বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে না পরে, তা চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২