ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তরখন্ডের মুখ্যমন্ত্রীর পদ না পাওয়ায় মন্ত্রীপদ থেকে ইস্তফা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

নয়াদি্ল্লি: উত্তরাখন্ডে গভীর সঙ্কটে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর পদ না পেয়ে সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন হরিশ রাওয়াত।



মঙ্গলবার সকালে নিজের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। দলের একজন সাধারণ কর্মী হিসেবে তিনি কাজ করতে আগ্রহী বলে চিঠিতে  উল্লেখ করেছেন।

কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রীর পদ না পাওয়ার ক্ষোভে ইস্তফা দিলেন হরিশ রাওয়াত।

যদিও কংগ্রেসের তরফে ইতিমধ্যেই রাওয়াতকে ইস্তফাপত্র ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হবে বলে জানা গেছে।

এছাড়া রাওয়াতকে বোঝাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদকে পাঠানো হবে বলে কংগ্রেস সূত্রের খবর।

সোমবারই উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পদে কংগ্রেসের তরফে বিজয় বহুগুণার নাম ঘোষণা করা হয়।

১০ জনপথের বাইরে এক সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেসের সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদ জানিয়েছিলেন, দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গে আলোচনা করেই সভানেত্রী সোনিয়া গান্ধী এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিজয় বহুগুণা অবশ্য জানিয়েছিলেন, ‘দলে কোনো বিভাজন তৈরি হতে দেবো না। সবাইকে নিয়েই কাজ করব’।

কিন্তু একদিন না যেতেই উত্তারাখন্ডে কংগ্রেসের অর্ন্তদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো।

জানা গেছে, হরিশ রাওয়াতের সঙ্গে বিক্ষুদ্ধ ১২ জন বিধায়কও রয়েছেন। রাওয়াত ইস্তফা দিলে বিক্ষুদ্ধ ১২ জন বিধায়ক পদত্যাগ করতে পারেন।

রাজনৈতিক মহলের মতে, উত্তরাখন্ডে কংগ্রেসের সরকার গড়া আপাতত সঙ্কটে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।