আগরতলা (ত্রিপুরা) : রাজ্যের পেনশনপ্রাপ্ত সরকারি কর্মচারীরা ২১ মার্চ বিধানসভা অভিমুখে অভিযান করবেন। বয়সের ভার, অসুস্থতা সমস্ত কিছু দূরে সরিয়েই বয়স্ক পেনশনপ্রাপ্তরা ওইদিন বিধানসভা অভিজান করবে বলে খবর পাওয়া গেছে।
তাদের মূল দাবি নয়া পেনশন বিল বাতিল করা। এই বিল অনুযায়ী এখন থেকে পেনশনের টাকা খাটবে শেয়ার মার্কেটে। তাছাড়া আরো কিছু বিষয় রয়েছে যা মানছেন না পেনশন প্রাপকরা।
এই দাবির পাশাপাশি আরো ১০টি দাবি রয়েছে তাদের। কর্মসূচির উদ্যোক্তা গভর্মেন্ট পেনশনারস অ্যাসোসিয়েশন।
২১ মার্চ তারা মিছিল করে বিধানসভার দিকে যাবেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক দিলিপ দাম। সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় হবে জমায়েত। পরে সেখান থেকে প্রতিনিধিরা যাবেন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে।
তিনি জানান, ২০০৮ সাল থেকে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন বিভিন্ন দাবিতে। সে সূত্রে কিছু কিছু সফলতাও এসেছে তাদের।
বাংলাদেশ সময় : ১৫২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর