ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন এক জঙ্গি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  রাজ্যের কাঞ্চনপুর মহকুমায় আত্মসমর্পণ করেছেন এক কট্টর সন্ত্রাসবাদী। আত্মসমর্পণের সময় তিনি জমা দিয়েছেন একটি আধুনিক একে ৫৬ রাইফেল, একটি ম্যাগজিন এবং ১৫ রাউন্ড বুলেট।



কাঞ্চনপুরের পুলিশ আধিকারিক সুদীপ পাল জানিয়েছেন, আত্মসমর্পণকারী জঙ্গির নাম হরিমোহন রিয়াং। তিনি প্রথমে এনএলএফটি জঙ্গি দলের হয়ে কাজ করতেন। পরে যোগ দেন আসামের দিমাসা জঙ্গি দলের সঙ্গে। সর্বশেষ তিনি বিএনএলএফ জঙ্গি দলের সক্রিয় সদস্য ছিলেন।

পুলিসের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, জঙ্গি শিবির থেকে তিনি অস্ত্র নিয়ে পালিয়ে এসেছেন। ১৯৯৮ সালে সন্ত্রাসবাদী দলে নাম লেখান হরিমোহন রিয়াং। কাঞ্চনপুরেই তার বাড়ি। ঘরে আছে স্ত্রী ও ছেলে।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।