ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ যাচ্ছেন না ত্রিপুরার রাজমাতা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  বাংলাদেশে যাচ্ছেন না ত্রিপুরার রাজমাতা বিভু কুমারী দেবী। মুক্তিযুদ্ধে অবদান রাখায় ঢাকায় উপস্থিত হয়ে ২৭ মার্চ বাংলাদেশের পক্ষ থেকে তার সম্মান গ্রহণ করার কথা ছিল।



কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকার কারণে তিনি বাংলাদেশে যেতে পারছেন না বলে জানা গেছে। তবে মহারাণী বিভু কুমারী দেবীর পরিবর্তে তার বড় মেয়ে প্রজ্ঞা কুমারী বাংলাদেশে যাবেন। তিনি তার মার পক্ষ থেকে এ সম্মান গ্রহণ করবেন বলে জানা গেছে।

এদিকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ১২৯ ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা জানাচ্ছে বাংলাদেশ সরকার।

এ ১২৯ জনের মধ্যে ৪৭ জন ভারতীয়। আর ভারতীয়দের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন ত্রিপুরার।

ত্রিপুরা থেকে এই সম্মাননা পাচ্ছেন রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারা হলেন- প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ ও দশরথ দেব। অবশ্য তারা কেউ জীবিত নেই।

এছাড়া রাজ্যের অন্যরা হলেন- মহারাণী বিভু কুমারী দেবী, চিকিৎসক রথীন দত্ত, প্রাক্তন মুখ্যসচিব আই পি গুপ্তা।

প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেবের স্ত্রী মঙ্গলেশ্বরী দেববর্মা স্বামীর হয়ে সম্মান গ্রহণ করতে ঢাকায় যাচ্ছেন বলে জানা গেছে।

প্রতিষ্ঠান হিসাবে আগরতলার জিবি হাস্পাতালকেও সম্মান জানানো হচ্ছে।

তাছাড়া মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও বাংলাদেশ সরকার সম্মান জানাবে বলে জানা গেছে।

অবশ্য মুখ্যমন্ত্রীর এই সম্মান ব্যক্তি হিসেবে নয়। তিনি সম্মান গ্রহণ করবেন গোটা ত্রিপুরার মানুষের হয়ে।

কারণ মুক্তিযুদ্ধের সময় গোটা ত্রিপুরার মানুষ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। ১৫ লাখ জনসংখ্যার ত্রিপুরা সেদিন আশ্রয় দিয়েছিল ১৭ লাখ বাংলাদেশি উদ্বাস্তুকে।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

টিএস
সম্পাদনায়: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।