নয়াদিল্লি: ভারতের লোকসভার পর এবার রাজ্যসভায়ও ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (এনসিটিসি) ইস্যুতে জিত হলো কেন্দ্রীয় সরকার।
মঙ্গলবার এনসিটিসি নিয়ে ভোট হয় রাজ্যসভায়।
শুরু থেকে বিরোধিতা করলেও লোকসভার মতো রাজ্যসভাতেও এনসিটিসি নিয়ে ভোটাভুটিতে বিরত থাকে ইউপিএ শরিক তৃণমূল। ভোটাভুটি শুরু হওয়ার আগে তৃণমূলের ৬ জন সদস্যই রাজ্যসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
এনসিটিসি ইস্যুতে প্রধানমন্ত্রীর দাবি, সন্ত্রাস রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এনসিটিসি। প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় ভোটাভুটির পর রাজ্যসভা থেকে ওয়াক-আউট করে বিজেপি।
অপরদিকে সরকারের পক্ষে ভোট দেয় সমাজবাদী পার্টি (সপা) ও বহুজন সমাজ পার্টি (বসপা)।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
আরডি
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর