ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রেগা শ্রমিকদের মজুরি বাড়ছে ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): রাজ্যে বাড়ছে রেগার মজুরি। রেগা শ্রমিকদের মজুরি করা হবে ১৪০ টাকা।

বর্তমানে শ্রমিকদের মজুরি দেওয়া হয় ১১৮ টাকা করে।

রেগা শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১৪০ টাকা করার সরকারি সিদ্ধান্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার।

রেগা শ্রমিকদের মজুরি বাড়ানো এবং বছরে ১৫০ দিন কাজ দেবার দাবি জানিয়ে আসছিল ত্রিপুরা রাজ্য ক্ষেতমজুর ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে মজুরি বাড়িয়ে ২০০ টাকা করার প্রস্তাব ছিল।
এ সব দাবিতে মঙ্গলবার সংগঠনের নেতৃবৃন্দ ডেপুটেশন দেন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে। সেখানেই মুখম্নত্রী জানান, রেগায় বাড়ানো হচ্ছে মজুরি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

টিসি
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।