কলকাতা: হুঁশিয়ারি ছিলই। এবার তা বাস্তবে পরিণত হওয়া শুরু হল।
এই নয়জন হুগলী জেলার চুঁচুড়ার রাইস রিসার্চ সেন্টারে কর্মরত। দফতরটি রাজ্য সরকারের কৃষি দফতরের অধীনে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, এদের একদিনের বেতন কেটে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি কর্মজীবন থেকেও একটি দিন কমে যাচ্ছে তাদের।
শ্রমিক সংগঠনগুলোর ডাকা হরতালের দিন সব সরকারি কর্মচারীদের দফতরে হাজির থাকার জন্য নির্দেশিকা জারি করে রাজ্য সরকার।
এরপরও যারা ওই দিন অনুপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে শাস্তির কথা ঘোষণা করে রাজ্য সরকার। কর্মচারীদের এই শাস্তির প্রতিবাদে বৃহস্পতিবার থেকে আন্দোলনে নেমেছে সরকারি কর্মচারী সংগঠন নবপর্যায়।
বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর