নয়াদিল্লি : ভারতের ৫ রাজ্যের বিধানসভা ভোটে ধাক্কা খাওয়ার পর উপনির্বাচনের ভোটে সাফল্যের মুখ দেখল কংগ্রেস। বিজেপি শাসিত কর্নাটক ও গুজরাটের উপনির্বাচনে বিজেপির হাত থেকেই আসন ছিনিয়ে নিয়ে বাড়তি অক্সিজেন পেল তারা।
বিজেপি শাসিত কর্নাটকের উড়ুপি-চিকমাগালুর লোকসভা আসনটি জেতায় লোকসভায় কংগ্রেসের সাংসদ সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৭ জন। মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়ার এই আসনটি চৌদ্দ বছর বাদে নিজেদের দখলে নিল কংগ্রেস।
লোকসভার পাশাপাশি, কর্নাটকের পিরাভম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও জয় পেয়েছে কংগ্রেস.।
নরেন্দ্র মোদির গুজরাতেও বিজেপিকে বড় ধাক্কা দিয়েছে কংগ্রেস। বিজেপির হাত থেকে তারা ছিনিয়ে নিয়েছে মানসা বিধানসভা কেন্দ্রটি। ১৯৯৫ সাল থেকে টানা এই আসনটি নিজেদের দখলে রেখেছিল বিজেপি। এবার বিজেপির সেই নিশ্চিত আসনেই কংগ্রেসের জয়। এ বছরের শেষের দিকেই গুজরাট ও কর্নাটকে বিধানসভা ভোট। তার আগে কংগ্রেসের এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
কেরলে একটি বিধানসভা আসনের উপনির্বাচনে জিতেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। উড়িষ্যা ও তামিলনাড়ুতেও একটি করে আসনে উপনির্বাচন হয়। উড়িষ্যায় জিতেছে ক্ষমতাসীন বিজেপি এবং তামিলনাড়ুতে এআইডিএমকে।
অন্ধ্রপ্রদেশে অবশ্য দেওয়াল লিখনটা স্পষ্ট. কাজ করেছে তেলেঙ্গানা ফ্যাক্টরই। বিধানসভার ৭টি আসনে উপনির্বাচনে ৪টিতেই জিতেছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। কংগ্রেসের ঝুলি অবশ্য শূন্য। একটি করে আসন পেয়েছে বিজেপি ও ওয়াইএসআর কংগ্রেস, একটি নির্দল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, টিআরএসের জয় মানেই পৃথক তেলেঙ্গানার দাবি আরো জোরদার হওয়া। তবে টিআরএস প্রধান চন্দ্রশেখর রাওয়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেহবুবনগর বিধানসভা কেন্দ্রে জিতেছে বিজেপি।
অন্যদিকে, নিজেদের গড় রায়ালসীমার কাড়াপ্পার বাইরে উপকূলীয় অন্ধ্র এলাকায় একটি আসন জিতেছে জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস।
বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, মার্চ ২২, ২০১২
আরডি
সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর