ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেস সমর্থিত নির্দল বিধায়কের তৃণমূলে যোগদান

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

কলকাতা: আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস সমর্থিত চোপড়ার নির্দল বিধায়ক হামিদুল রহমান।

শনিবার বিধানসভা ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করার জন্য এবং রাজ্যের উন্নয়নে তৃণমূল  নেতৃত্বাধীন সরকারের কাজকর্ম নিয়ে সন্তুষ্ট হয়েই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।



তিনি আরো বলেন, তৃণমূল তার প্রস্তাব মেনে দলে নেওয়ায় তিনি তৃণমূল নেত্রীসহ তৃণমূলের শীর্ষ কর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কয়েকদিন আগে এক তৃণমূল বিধায়কের মৃত্যু হওয়ায় বিধায়ক সংখ্যা হয়েছিল ১৮৪। এদিন হামিদুল রহমান তৃণমূলে যোগ দেওয়ায় ফের তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়াল ১৮৫।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে হারিয়েই বিধায়ক নির্বাচিত হন কংগ্রেস সাংসদ দীপা দাস মুন্সির ঘনিষ্ঠ হামিদুল রহমান। দীপা দাস মুন্সির সমর্থনেই তিনি নির্বাচনে প্রার্থী হন।

কিন্তু বেশ কিছুদিন ধরেই তার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। বিধানসভা এলাকার উন্নয়নে ঠিকমত কংগ্রেসের সাহায্য না পাওয়া এর কারণ বলে মনে করা হচ্ছিলো। এরমধ্যে তাকে ধরে রাখতে কংগ্রেসের পক্ষ থেকেও চেষ্টা চালানো হয়।

প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য সাংসদ তহবিল থেকে তাকে অনুদানের প্রতিশ্রুতিও দেন। কিন্তু গতকালই বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত জানানোর আবেদন জানানোর পর হামিদুলের তৃণমূলে যোগদান সুনিশ্চিত হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।