ঢাকা: বাংলাদেশি সন্দেহে আসামে আটক ৫ বাংলাদেশিকে রোববার শিলচরের কারাগারে পাঠিয়েছে আসাম সরকারের বিচার বিভাগ।
শিলচর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শচীন্দ্র চন্দ শর্মা রোববার সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান।
শিলচরের কেন্দ্রীয় কারাগারের জেলর তরুণ তালুকদার বাংলানিউজকে বলেন, ‘আটক ৫ জনকে ডিটেনশন সেন্টারে রাখার আদেশ দিয়েছে কাছাড়া জেলা ম্যাজিস্ট্রেট। ’
পুলিশ কর্মকর্তা শচীন্দ্র চন্দ শর্মা জানান, বুধবার শিলচরের জোটেল সাগরিকা থেকে ৪ বংলাদেশিকে আটক করা হয়। এরা হলেন- আরিফ উদ্দিন (১৯), আমিনুল হক (১৮), নূর হোসেন (৪০) ও আব্দুল করিম (৪৫)। এরা কুমিল্লার চক বাজার এলাকার বাসিন্দা।
এছাড়া শনিবার ওই হোটেলেই অভিযান চালিয়ে পুলিশ হাফিজ আহমেদ (৩২) নামের আরেকজন বাংলাদেশিকে আটক করে। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারি এলাকায়।
এদের সবাইকে রোববার আসামের কাছাড় জেলার মুখ্য ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত ডিটেনশন সেন্টারে পাঠানোর আদেশ দেন।
বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২
একেআর, সম্পাদনা: আশিস বিশ্বাস, সিনিয়র নিউজরুম এডিটর