ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সভাপতির পদ তুলে দেওয়ার দাবি সিপিআইয়ের

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের বিরোধী জোট বামফ্রন্টের সাংগঠনিক পরিকাঠামো ঢেলে সাজাতে ফ্রন্ট সভাপতির পদ তুলে দেওয়ার দাবি তুলেছে ভারতের কমিউনিস্ট পাটি (সিপিআই)-র রাজ্য নেতৃত্ব।

তার পরিবর্তে বামফ্রন্টের আহ্বায়ক পদ তৈরির প্রস্তাব দিলো দলটির রাজ্য কমিটি।



পাটনায় দলের আসন্ন পার্টি কংগ্রেসে এবিষয়ে ১০ দফা সুপারিশ পেশ করবেন এরাজ্যের প্রতিনিধিরা। এ বিষয়ে একটি বিশেষ দলিলও তৈরি হয়েছে।

একইসঙ্গে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলির ভূমিকা নিয়েও খোলামেলা আলোচনা হবে বলে রো্ববার সন্ধ্যায় জানিয়েছেন সিপিআই-এর রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার।  

যে ১০ দফা প্রস্তাব দেওয়া হয়েছে, বামফ্রন্টের সাংগঠনিক পরিকাঠামোকে ঢেলে সাজাতে সেখানে বামফ্রন্ট চেয়ারম্যানের পদ তুলে দিয়ে আহ্বায়ক পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। একবছরের মেয়াদে বিভিন্ন দল থেকে পর্যায়ক্রমে আহ্বায়ক করার সুপারিশ করা হয়েছে ওই প্রস্তাবে।
 
প্রস্তাবে বলা হয়, বামফ্রন্টের জন্য আলাদা দফতর তৈরি করারও প্রস্তাব দিয়েছে সিপিআই। ওই দফতরের কর্মীদের বিভিন্ন দল থেকে মনোনীত করার সুপারিশ করা হয়েছে প্রস্তাবে।
 
তবে নতুন দফতর না হওয়া পর্যন্ত বিভিন্ন দলের দফতরে পর্যায়ক্রমে বামফ্রন্টের বৈঠক করার কথা বলা হয়েছে সিপিআইয়ের প্রস্তাবে।
 
এর পাশাপাশি বামফ্রন্টের সবকটি দল মেনে চলবে এমন একটি আচরণবিধি তৈরিরও প্রস্তাব দিয়েছে সিপিআইয়ের রাজ্য কমিটি।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২
আরডি, সম্পাদনা: আশিস বিশ্বাস, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।