নয়াদিল্লি: ভারতে আবারো বাড়তে পারে পেট্রোলের দাম। লিটার পিছু বাড়তে পারে ৫ রুপি করে।
এই দাম বাড়ানো নিয়ে পেট্রোপণ্যের মূল্য নির্ধারণের জন্য গঠিত পর্যালোচনা কমিটি ৩১ মার্চ বৈঠকে বসছে। ওই বৈঠকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কথা ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় পেট্রোলের দাম বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, বাজেট পেশের পর স্টার আনন্দকে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি তেল কোম্পানিগুলোর ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সরকারের পক্ষে উদ্বেগের বিষয়। এরফলে পেট্রোপণ্যে ভর্তুকি বাড়ছে।
গতবছর ডিসেম্বরে পেট্রোপণ্যের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হলেও, ৫ রাজ্যের ভোটের জেরে তা স্থগিত করে দেওয়া হয়।
২০১২-তে এই প্রথমবার পেট্রোলের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে ২০১১-তে ১১ বার বাড়ানো হয়েছিল পেট্রোলের দাম।
শেষবার ৩ নভেম্বর বাড়ানো হয়েছিল পেট্রোলের দাম। যদিও এর পর ১৫ নভেম্বর কমানো হয় পেট্রোলের দাম।
এখন ভারতের সংসদের বাজেট অধিবেশন চলছে। ৩০ মার্চ অধিবেশনের প্রথমার্ধ শেষ হচ্ছে। এরপরের দিনই মূল্য নির্ধারণ কমিটির বৈঠক ডাকা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২
আরডি
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান ও কাজল কেয়া, নিউজরুম এডিটর