ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসি এবং বয়লার বিস্ফোরণ রোধে বিজিএমইএ-র নির্দেশনা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসি এবং বয়লার বিস্ফোরণ রোধে বিজিএমইএ-র নির্দেশনা 

ঢাকা: পোশাক কারখানায় এসি এবং গ্যাসের লাইনে বিস্ফোরণ রোধে জরুরি ব্যবস্থা গ্রহণে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ।

বুধবার (২৯ মার্চ) বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সদস্যদের প্রতি এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কয়েকটি স্থানে সংঘটিত বিস্ফোরণে বেশ কিছু প্রাণহানীর ঘটনায় বিজিএমইর দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং গভীর উদ্বেগ প্রকাশ করছে। অধিকাংশ ক্ষেত্রেই ভবনে ব্যবহৃত এয়ার কন্ডিশন ও গ্যাসলাইনে এ বিস্ফোরণ ঘটছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিজিএমইএ উদ্বিগ্ন। কারণ বেশ কিছু দিন বন্ধ থাকার পরে হঠাৎ এসি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক না হলে বড় ধরনের বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা ঘটতে পারে।

এছাড়াও কারখানায় ব্যবহৃত বয়লার এবং গ্যাসের লাইন থেকেও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এ ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে কারখানা এবং কর্মস্থলে এসি, বয়লার ও গ্যাস ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সতর্ককতা অবলম্বন করার অনুরোধ জানানো হয়েছে।  

এসি ব্যবহারের ক্ষেত্রে যে সব সতর্কতা মানতে বলা হয়েছে—

• প্রতিটি এসি ব্যবহারের আগে অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করে নেওয়া। প্রয়োজনে উপযুক্ত সার্ভিসিং করিয়ে ব্যবহার শুরু করা।

• এসি ব্যবহারের ক্ষেত্রে সঠিক মানসম্মত বৈদ্যুতিক তার ব্যবহার করা এবং এক্সটেনশন কর্ড ব্যবহার না করা। এসির সঙ্গে সঠিকমানের সার্কিট ব্রেকার ব্যবহার করা।

• এসির কনডেন্সার ও ফিল্টার নিয়মিত পরিষ্কার করা।

• এসির কম্প্রেশারে হাই টেম্পারেচার ও প্রেশার নিয়মিত পরীক্ষা করা।  

• এসির ভেতরের পাইপে কোথাও লিকেজ আছে কিনা তা পরীক্ষা করা।


• ঘরের আয়তন অনুযায়ী সঠিক পরিমাণের (টন) এসি ব্যবহার করা এবং এসি চলাকালীন সময়ে দরজা-জানালা বন্ধ রাখা।

• এসির কাজে নিম্নমানের তার, ওয়্যারিং, প্লাগ, সকেট ইত্যাদি ব্যবহার না করা। পাশাপাশি ভোল্টেজ ওঠা-নামা করা, ঝড়, বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের সময় অথবা কোনো অযাচিত শব্দ হলে অবশ্যই সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দেওয়া।

• নতুন এসি কেনার সময় অবশ্যই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্র্যান্ড দেখে নিতে হবে।  

বয়লার ব্যবহারের ক্ষেত্রে মানতে হবে যে সব সতর্কতা - 

• বয়লারের সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ ও লাইন নিয়মিত অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করা।

• বয়লারের সকল ইনলেট ও আউটলেট নিয়মিত পরীক্ষা করা।

• বয়লারে ব্যবহৃত গ্যাসের প্রেশার সঠিক মাত্রায় রাখার ব্যবস্থা করা।

• অবিলম্বে ত্রুটিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ বয়লার পরিবর্তন করা।

• নতুন বয়লার ক্রয়ের ক্ষেত্রে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বয়লার ক্রয় করা।  

• কারখানায় ব্যবহৃত সব বয়লার অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটর দিয়ে পরিচালনা করা।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।