ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টোকিওর ট্যুরিজম এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
টোকিওর ট্যুরিজম এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশ

ঢাকা: টোকিওর বিগ সাইটে আয়োজিত ট্যুরিজম এক্সপোতে অংশগ্রহণ করছে  বাংলাদেশ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এই এক্সপোতে বাংলাদেশ অংশ নেয়।

 

ট্যুরিজম এক্সপোতে এবার বাংলাদেশ থেকে সাতটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে কোভিড-১৯ মহামারির কারণে বিগত ২০১৯ এরপর এবারই ট্যুরিজম এক্সপোতে বাংলাদেশ অংশগ্রহণ করছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমান বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। তিনি অংশগ্রহণকারী স্টলগুলো ঘুরে দেখেন ও জাপান থেকে বাংলাদেশে আরও বেশি সংখ্যায় পর্যটক নিয়ে যেতে তাদের উৎসাহিত করেন। এসময় দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন, দ্বিতীয় সচিব প্রেস ইমরানুল হাসানসহ বাংলাদেশ থেকে আগত উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।