ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোংলা বন্দরের রাজস্ব বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের ভূমিকা

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
মোংলা বন্দরের রাজস্ব বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের ভূমিকা ক্যাপ্টেন মো. মাহবুবুল আলমের হাতে পুরস্কার তুলে দিচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ

ঢাকা: বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক শাখা টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড (টিএসএলএল) মোংলা বন্দরের সর্বাধিক রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।  

২০২৩-২৪ অর্থবছরে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড মোংলা বন্দরে প্রায় ৫০টি মাদার ভ্যাসেল পরিচালনা করেছে।

 

এ কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষকে প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব দিয়েছে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড।

এছাড়া বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড (বিএমটিএল), গত অর্থবছরে সর্বাধিক কয়লা আমদানির জন্য সেরা আমদানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার অর্জন করেছে। এ কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দরে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড আরও প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব যোগ করেছে।  

উল্লেখ্য, এটি পরপর দ্বিতীয়বারের মতো এ সম্মান অর্জন করল বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড এবং টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড।

২০১৬ সালে যাত্রা শুরু করার পর থেকে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড বসুন্ধরা গ্রুপের দ্রুত অগ্রসরমান দুটি ব্যবসায়িক শাখা হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে। ব্যবসার সাফল্যের পাশাপাশি মোংলা বন্দরকে এভাবে সমৃদ্ধ করতে পেরে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পেরে বসুন্ধরা গ্রুপ গর্বিত। এ অগ্রযাত্রা সম্ভব হয়েছে প্রতিষ্ঠানটির সম্মানিত ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের দূরদর্শী নেতৃত্বে।

টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের বিশেষ কার্যক্রমগুলো হলো:
• টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের নিজস্ব মাদার ভ্যাসেল এবং কোস্টাল/ইংল্যান্ড ভ্যাসেলের বহর।
• সারা দেশে বিস্তৃত নদীপথে পরিবহন সেবা, যেখানে নিজস্ব ভ্যাসেল ছাড়াও বিদেশি চার্টার্ড ভ্যাসেল পরিচালনা করা হয়।
• স্বয়ংক্রিয় আনলোডিং সুবিধাসম্পন্ন আধুনিক ভ্যাসেল তৈরির মাধ্যমে দেশের প্রথম উদ্ভাবনী জাহাজ নির্মাণ প্রকল্প। এই ভ্যাসেল প্রতি ঘণ্টায় ৩,০০০ মেট্রিক টন পণ্য খালাস করতে সক্ষম। এরই মধ্যে এমন ১০টি ভ্যাসেল নির্মাণ সম্পন্ন হয়েছে, যা নিজস্ব কার্যক্রমের পাশাপাশি রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা বন্দরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কার্গো পরিবহন করছে।

মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী হিসেবে বসুন্ধরা গ্রুপ–টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডের পক্ষ থেকে সেরা আমদানিকারক প্রতিষ্ঠানের পুরস্কারটি গ্রহণ করেন টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের হেড অব শিপ অপারেশন অ্যান্ড এজেন্সি, ক্যাপ্টেন মো. মাহবুবুল আলম।

বসুন্ধরা গ্রুপের অব্যাহত সাফল্য ও দেশের উন্নয়নে অবদান রাখার এই ধারাবাহিকতায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।