ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের বৈঠক  

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪১, অক্টোবর ১৫, ২০২৫
শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের বৈঠক


  শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিমসটেক মহাসচিবের বৈঠক

ঢাকা: শ্রীলঙ্কার পররাষ্ট্র, পর্যটন ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে বৈঠক করেছেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।

সোমবার (১৩ অক্টোবর) শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিমসটেক (বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) অফিস জানায়, বৈঠকে মহাসচিব বিমসটেকের উদ্যোগ, অগ্রগতি এবং আঞ্চলিক সহযোগিতার জন্য ভবিষ্যতের অগ্রাধিকার তুলে ধরেন। এ ছাড়া বিমসটেক শ্রীলঙ্কার সঙ্গে যৌথ লক্ষ্য অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, এবং স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নের (এইচআরডি) শীর্ষস্থানীয় দেশ হিসেবে শ্রীলঙ্কা বঙ্গোপসাগর অঞ্চল জুড়ে সম্মিলিত অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।