ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইওডব্লিউজির সদস্য হলো বাংলাদেশ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
আইওডব্লিউজির সদস্য হলো বাংলাদেশ ব্যাংক

ঢাকা: কেন্দ্রীয় ব্যাংক এবং মনিটারি ও সুপারভাইজরি অথরিটি-এর পরিচালনাগত ঝুঁকি (অপারেশনাল রিস্ক) ব্যবস্থাপনা বিষয়ক বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অপারেশন রিস্ক ওয়ার্কিং গ্রুপ (আইওডব্লিউজি) এর সদস্যপদ অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১২ জানুয়ারি) এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

পরিচালনাগত ঝুঁকি ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষে ২০০৬ সালে আইওডব্লিউজি গঠিত হয়। গ্রুপটির সচিবালয় স্পেনের মাদ্রিদে অবস্থিত। আইওডব্লিউজি এর সর্বশেষ (১২৭তম) সদস্য হলো বাংলাদেশ ব্যাংক।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সুপারিশের আলোকে বাংলাদেশ ব্যাংকের অপারেশনাল, ফাইন্যান্সিয়াল ও সাইবার ঝুঁকি শনাক্তকরণ এবং মূল্যায়নের নিমিত্ত গত বছরের ২৯ আগস্ট এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট (ইআরএম) ইউনিট গঠন করা হয়।

নবগঠিত এ ইউনিট বিগত ডিসেম্বর মাসে গভর্নরের অনুমোদনক্রমে আইওডব্লিউজি এর সদস্যপদ অর্জনের উদ্যোগ গ্রহণ করে। সে ধারাবাহিকতায় চলতি সালের ৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংককে আইওডব্লিউজি এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আইওডব্লিউজি চার্টার অনুসারে সংস্থাটিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করার জন্য ইআরএম ইউনিটের পরিচালকসহ তিনজন কর্মকর্তাকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান এরই মধ্যে আইওডব্লিউজি এর সদস্য হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আইওডব্লিউজি এর সদস্যপদ অর্জন আন্তর্জাতিক মানদণ্ড ও বেস্ট প্রাকটিসের আলোকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনাগত ঝুঁকি নিরসনে কার্যকর নীতি ও কৌশল প্রণয়নে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।