ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাঙামাটিতে লোক ও কারুশিল্প মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
রাঙামাটিতে লোক ও কারুশিল্প মেলা

রাঙামাটি: রাঙামাটিতে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা শহরের শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

মেলার উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, তরুণ-তরুণীদের দেশ গড়ায় উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে। তরুণরা এগিয়ে এলে এ দেশটা বদলাবে। তাদের হাত ধরে তাদের পরিবার বদলাবে। পরিবার বদলালে সমাজ বদলাবে। সমাজ বদলানোর মধ্য দিয়ে এ দেশ বদলাবে। দেশ বদলানোর মধ্য দিয়ে তরুণদের হাত ধরে একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে।

এর আগে অতিথিরা জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে তৈরি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এসময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের সদস্যরা, জামায়াতের জেলা আমির আব্দুল আলিম, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চলতি মাসজুড়ে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হবে। মেলার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।